Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের টি২০ স্কোয়াড ঘোষণা

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ২০২৪

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি২০ সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আগামী ৩, ৫ ও ৭ই মে চট্টগামে প্রথম তিনটি ম্যাচ এবং ১০ ও ১২ই মে মিরপুরে শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজে অংশ নিতে জিম্বাবুয়ে দল গত ২৮শে মে ঢাকায় পদার্পণ করেছে।

স্কোয়াড ঘোষণার আগে ১৭ জন ক্রিকেটারকে নিয়ে প্রধান কোচ চন্দ্রিকা হাতুরুসিংহের তত্ত্বাবধানে ক্লোজড ডোর ক্যাম্প পরিচালনা করা হয়েছে এবং সেখান থেকেই ১৫ জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। টি২০ স্কোয়াডে প্রথমবার ডাক পেয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। এছাড়া বিপিএলে ভাল করার সুবাদে দেড় বছর পর দলে সুযোগ পেয়েছেন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন।

প্রথম তিন ম্যাচে দলে রাখা হয়নি সাকিব আল হাসান, সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমানকে। সৌম্য সরকার ইনজুরির কারণে বাদ পড়েছেন। সাকিব আল হাসানের দলে না থাকা অনেকটা অনুমিতই ছিল। আজই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার কথা তার।  তবে জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচ না খেলে ডিপিএলের দুটি ম্যাচ খেলতে চেয়েছেন তিনি। বোর্ড তার সিধ্যান্ত মেনে নিয়েছেন। অন্যদিকে আইপিএলে চেন্নাইয়ের হয়ে টানা ম্যাচ খেলার কারণে প্রথম তিন ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে। তবে শেষ দুই ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে মুস্তাফিজ ও সাকিবের। আইপিএলে আজ শেষ ম্যাচ খেলে আগামীকাল দেশে ফেরার কথা মুস্তাফিজের।  

সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ স্কোয়াড থেকে বাদ পড়েছেন নাঈম শেখ, এনামুল হক বিজয় ও তাইজুল ইসলাম। দলে প্রত্যাবর্তন হয়েছে আফিফ হোসেন ধ্রুব, পারভেজ হোসেন ইমন ও তানভীর ইসলামের। এছাড়া দলের শক্তি বাড়াতে অন্তর্ভুক্ত করা হয়েছে হার্ড হিটার ব্যাটসম্যান রিশাদ হোসেন ও জাকের আলীকে।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি২০ স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, পারভেজ হোসেন ইমন ও তানভীর ইসলাম।

বাংলাদেশ-জিম্বাবুয়ের এই সিরিজে টি২০ ম্যাচের সাথে দুটি টেস্ট ম্যাচও অনুষ্ঠিত হওয়ার কধা ছিল। কিন্তু টি২০ বিশ্বকাপকে সামনে রেখে সময় স্বল্পতার কারণে শুধু মাত্র টি২০ ফরম্যাটে মনোনিবেশ করতে দুই বোর্ডের সম্মতিতে টেস্ট ম্যাচ দুটোকে আগামী বছর স্থানান্তর করা হয়েছে। জিম্বাবুয়ে সিরিজের পর বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সাথে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যে এখন পর্যন্ত মোট কুড়িটি টি২০ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৩ ম্যাচে বাংলাদেশ আর ৭ ম্যাচে জিম্বাবুয়ে জয়লাভ করেছে। শেষ ৫ বারের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশের জয় ৩টি আর জিম্বাবুয়ের ২টি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ