Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

বিপিএল ২০২৪; দলের নাম , খেলোয়াড় ও সময়সূচি

বিপিএল ২০২৪ টীম

১৯শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় টি-২০ ক্রিকেট আসর বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লীগ) এর দশম আসর। ফ্র্যাঞ্চাইজ ভিত্তিক সাতটি দলের অংশগ্রহণে টুর্নামেন্ট চলবে মার্চের ১ তারিখ পর্যন্ত। এবারের আসরে শুধুমাত্র ঢাকার নাম ও মালিকানা পরিবর্তন হয়েছে। তিনবারের চ্যাম্পিয়ন দুরন্ত ঢাকার সাথে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

এবারের আসরে মোট ম্যাচ সংখ্যা ৪৬। ডাবল রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে প্রতিটি দল অন্যান্য দলের সাথে দুইবার করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকার শীর্ষ চারটি দল প্লে-অফ ম্যাচ খেলে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে টি-২০ ফরম্যাটে।
 
১লা মার্চ ঢাকায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
 
এবারও দেশের তিনটি ভেন্যুতে বিপিএলের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে:
* শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।
* জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
* সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

গ্রুপ লীগে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচ শুরু হবে দুপুর ১:৩০ টা ও সন্ধ্যা ৬:৩০ টায়। শুক্রবারের ম্যাচ গুলো শুরু হবে দুপুর ২ টা ও সন্ধ্যা ৭ টায়। গাজী টিভি ও মাছরাঙা টিভি সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে।

২০১২ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিপিএলের মোট ৯টি আসর আয়োজন করা হয়েছে। চারবার শিরোপা জিতে কুমিল্লা সব চেয়ে সফল দল। এছাড়া ঢাকা তিনবার, রাজশাহী একবার ও রংপুর একবার করে শিরোপার স্বাদ পেয়েছে।

গত ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ইং তারিখে বিপিএলের দশম আসরের জন্য প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়। রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত ড্রাফটের নিলাম থেকে ফ্র্যাঞ্চাইজি দলগুলো প্লেয়ার গোছানোর কাজ সম্পন্ন করেছে। প্রতিটি দলের চারজন করে প্লেয়ার রিটেনশনের সুযোগ ছিল। ড্রাফটের আগে সরাসরি চুক্তিতেও প্লেয়ারদের দলে নেয়ার সুযোগ পেয়েছে ফ্র্যাঞ্চাইজিরা। বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রেও রিটেনশন ও সরাসরি চুক্তির সুযোগ ছিল। সেই হিসেবে ফ্র্যাঞ্চাইজিরা ড্রাফটের আগেই দল অনেকটা গুছিয়ে রেখেছিল। মোট ২০৩ জন দেশি ক্রিকেটারকে সাতটি ক্যাটাগরি ও ৪৪৮ জন বিদেশি ক্রিকেটারকে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করে এবারের ড্রাফট অনুষ্ঠিত হয়েছে।

২০১২ সাল থেকে নিয়মিতভাবে বিপিএল আয়োজন করে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু নানা অব্যবস্থাপনা ও সীমাবদ্ধতার কারণে এখনো মানসম্মত একটি গ্লোবাল লীগ হিসেবে এটিকে পরিচিত করতে সংশ্লিষ্টরা ব্যর্থ হয়েছেন! ঘনঘন মালিকানার পরিবর্তন, দুর্বল টিভি সম্প্রচার, খেলোয়াড়দের পেমেন্ট, ডি আর এস ব্যবস্থা না থাকা, মাঠ অব্যবস্থাপনা ইত্যাদি কারণে বিপিএলের মান নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। অভিযোগ এসেছে খেলোয়াড়দের কাছ থেকেও।

এবাবের আসর সফল করার ব্যাপারে আত্মবিশ্বাসী বিপিএলের গভর্নর বডি। সীমাবদ্ধতাগুলো দূর করার ব্যাপারে বিশেষ পরিকল্পনা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা হয়েছে। টিভি সম্প্রচারে ব্যবহার করা হবে উন্নত প্রযুক্তি; থাকছে ডিআরএস ব্যবস্থা। প্রতিটি বিভাগে অভিজ্ঞতা সম্পন্ন এক্সপার্টদের নিয়োগ দেয়া হয়েছে।ধারাভাষ্য ও থার্ড আম্পায়ারিংয়েও থাকবে আধুনিকতা। মাঠে ব্যবহার করা হবে এলইডি স্ট্যাম্প ও জিং বেল। পিচগুলোকেও বিশেষভাবে তৈরি করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে এবারের আসর থেকে বিপিএলের জনপ্রিয়তা আবার ফিরে আসবে এ ব্যাপারে পরিচালনা সংশ্লিষ্টরা আশাবাদী।

এবাবের আসর সফল করার ব্যাপারে আত্মবিশ্বাসী বিপিএলের গভর্নর বডি। সীমাবদ্ধতাগুলো দূর করার ব্যাপারে বিশেষ পরিকল্পনা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা হয়েছে। টিভি সম্প্রচারে ব্যবহার করা হবে উন্নত প্রযুক্তি; থাকছে ডিআরএস ব্যবস্থা। প্রতিটি বিভাগে অভিজ্ঞতা সম্পন্ন এক্সপার্টদের নিয়োগ দেয়া হয়েছে।ধারাভাষ্য ও থার্ড আম্পায়ারিংয়েও থাকবে আধুনিকতা। মাঠে ব্যবহার করা হবে এলইডি স্ট্যাম্প ও জিং বেল। পিচগুলোকেও বিশেষভাবে তৈরি করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে এবারের আসর থেকে বিপিএলের জনপ্রিয়তা আবার ফিরে আসবে এ ব্যাপারে পরিচালনা সংশ্লিষ্টরা আশাবাদী।
 
বিপিএলের ৭ দলের পূর্ণাঙ্গ স্কোয়াডঃ

কুমিল্লা ভিক্টোরিয়ান্স:
লিটন দাস, ইমরুল কায়েস , তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, মঈন আলী, মোহাম্মদ রিজওয়ান, সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, ইফতিখার আহমেদ, জামান খান, খুশদিল শাহ, রশিদ খান, জনসন চার্লস, নূর আহমেদ, নাসিম শাহ , ম্যাথু ফোর্ড, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাহকিম কর্নওয়াল, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, মুশফিক হাসান, মোহাম্মদ এনামুল হক।
 
দুর্দান্ত ঢাকা:
নাঈম শেখ, শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, সাইম আইয়ুব, সাইফ হাসান, চতুরঙ্গ ডি সিলভা, উসমান কাদির, ইরফান শুক্কুর, আলাউদ্দিন বাবু, মেহরব হোসেন, লাহিরু সামারাকুন, সাদিরা সামারাবিক্রমা , তাসকিন আহমেদ, আরাফাত সানি, সাব্বির হোসেন, জসীম উদ্দিন।
 
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স:
তানজিদ হাসান তামিম , নাজিবউল্লাহ জাদরান, শুভাগত হোম, জিয়াউর রহমান, নিহাদউজ্জামান, ইমরানউজ্জামান, মোহাম্মদ হাসনাইন, শহিদুল ইসলাম, স্টিভ এস্কিনাজি, কার্টিস ক্যাম্ফার,  আল আমিন হোসেন, সৈকত আলী, মোহাম্মদ হারিস,  বিল্লাল খান, শাহাদাত হোসেন দিপু, সালাউদ্দিন শাকিল।
 
খুলনা টাইগার্স:
এনামুল হক বিজয়, নাহিদুল ইসলাম, শাই হোপ, এভিন লুইস, মাহমুদুল হাসান জয়, আকবর আলী, ফাহিম আশরাফ, ধনঞ্জয়া ডি সিলভা, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, হাবিবুর রহমান সোহান, কাসুন রাজিথা, রুবেল হোসেন, দাসুন শানাকা, নাসুম আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, সুমন খান।
 
রংপুর রাইডার্স:
সাকিব আল হাসান, বাবর আজম,  নিকোলাস পুরান, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, আজমতউল্লাহ ওমরজাই, মাথিশা পাথিরানা, শামীম হোসেন পাটোয়ারি, ইহসানউল্লাহ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ব্রেন্ডন কিং, মোহাম্মদ নবী, মাইকেল রিপ্পন, রনি তালুকদার, রিপন মণ্ডল, হাসান মুরাদ, ইয়াসির মোহাম্মদ, হাসান মাহমুদ, ফজলে রাব্বি, আবু হায়দার রনি, আশিক উজ জামান।
 
ফরচুন বরিশাল:
তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, ফখর জামান, ইবরাহিম জাদরান, শোয়েব মালিক, দীনেশ চান্দিমাল, পল স্টার্লিং, সৈয়দ খালেদ আহমেদ, আব্বাস আফ্রিদি, দুনিথ ভেল্লালাগে, রাকিবুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, কামরুল ইসলাম রাব্বি, প্রীতম কুমার, তাইজুল ইসলাম, মোহাম্মদ আমির, প্রান্তিক নওরোজ নাবিল।

সিলেট স্ট্রাইকার্স:
নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান সাকিব, আরিফুল হক, মোহাম্মদ মিঠুন, জাকির হাসান, জর্জ গ্রিনশো, রায়ান বার্ল, হ্যারি টেক্টর, ব্যান কাটিং, জাওয়াদ রোয়েন, রেজাউর রহমান রাজা, ইয়াসির আলী চৌধুরী, রিচার্ড এনগারাভা, দুশান হেমন্ত, নাজমুল ইসলাম অপু, মাশরাফি বিন মুর্তজা, সালমান হোসেন ইমন, শফিকুল ইসলাম, নাঈম হাসান।

বিপিএল-২০২৪ ফিক্সচার

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ