শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাংলাদেশ সফরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলমান বিপিএল শেষ হওয়ার সাথে সাথেই শুরু হবে সিরিজটি। বিস্ময়করভাবে হোম অব বাংলাদেশ ক্রিকেটখ্যাত মিরপুর স্টেডিয়ামে এই সিরিজের কোন
ম্যাচ রাখা হয়নি! সবগুলো ম্যাচ আয়োজন করা হবে সিলেট ও চট্টগ্রামে।
তিনটি ওয়ানডে, তিনটি টি২০ ও দুটি টেস্ট খেলতে আগামী ১লা মার্চ বাংলাদেশে পদার্পণ করবে
শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। ঐদিনই মিরপুরে অনুষ্ঠিত হবে বিপিএল দশম আসরের ফাইনাল। শ্রীলঙ্কা ক্রিকেটে আইসিসির নিষেধাজ্ঞা থাকায় সিরিজ নিয়ে যে শঙ্কা ছিল তা আর নেই! গত জানুয়ারীর ২৮ তারিখে আইসিসি তাদের নিষেধাজ্ঞা তুলে নেয়।
ঢাকায় পদার্পণের সাথে সাথে ঐদিনই টি২০ সিরিজের উদ্দেশ্যে শ্রীলঙ্কা দল চলে যাবে সিলেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি২০ সিরিজের সবগুলো ম্যাচ। মার্চের ৪, ৬ ও ৯ তারিখে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রথম দুটি ম্যাচ সন্ধ্যা ৬টায় ও শেষ টি২০ ম্যাচ বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ আয়োজন করা হয়েছে চট্টগ্রামে। চৌধুরী জহুর আহমেদ স্টেডিয়ামে ১৩, ১৫ এবং ১৮ই মার্চ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রথম দুটি দিবারাত্রির ম্যাচ শুরু হবে দুপুর ২:৩০টায়। শেষ ম্যাচ শুরু হবে সকাল ১০টায়।
টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি সিলেটে ২২-২৬শে মার্চ এবং দ্বিতীয় ম্যাচ ৩০শে মার্চ- ৩রা এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। টেস্ট ম্যাচ দুটিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ ২০২৩-২০২৫ এর অংশ হিসেবে গণনা করা হবে।
সিরিজের সবগুলো ম্যাচ টি-স্পোর্টস, বিটিভি ও গাজী টিভিতে সরাসরি সম্প্রচারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ-শ্রীলংকা মুখোমুখি লড়াইয়ে শ্রীলংকার জয়ের পাল্লা বেশি ভারী হলেও সাম্প্রতিক সময়ে শক্তিমত্তার বিচারে দুই দল প্রায় সমান সমান। কোন টুর্নামেন্টে দুই দলের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা! বিশেষ করে নিদাহাস ট্রফির সেই বিতর্কিত ম্যাচ আর শেষ ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে এঞ্জেলো ম্যাথুসের টাইমআউট ঘটনা দুই দলকে পরিণত করেছে ক্রিকেট শত্রুতে! এক মাসব্যাপী সিরিজটি জমজমাট হবে বলে আশা করা যায়।
0 মন্তব্যসমূহ