সাউথ আফ্রিকার পচেফস্ট্রুমে চার বছর আগে আকবর আলীরা যুব বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছিল। সেটা ছিল বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে প্রথম কোন বিশ্বকাপ জয়ের ঘটনা। এবার মাহফুজুর রহমান রাব্বিদের কাছেও একই প্রত্যাশা! সদ্য সমাপ্ত এশিয়া কাপের চ্যাম্পিয়ন যুবারা কি পারবে আরেকবার সেই মহাকীর্তির পুনরাবৃত্তি করতে?
আগামী ১৯শে জানুয়ারি থেকে আবারও সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৫তম আসর। টুর্নামেন্ট চলবে ১১ই ফেব্রুয়ারি পর্যন্ত।
নির্ধারিত সূচী অনুযায়ী শ্রীলংকায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আইসিসির
নিষেধাজ্ঞার কারণে টুর্নামেন্টটি সাউথ আফ্রিকায় স্থানান্তর করা হয়েছে। ওয়ানডে ফরম্যাটে
অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টে মোট ১৬টি দল ৪টি গ্রুপে বিভক্ত হয়ে গ্রুপ পর্ব মোকাবেলা
করবে। প্রতি গ্রুপ থেকে সেরা ৩টি দল পরবর্তী রাউন্ডে দুই দলে বিভক্ত হয়ে খেলবে সুপার
সিক্স রাউন্ড। সুপার সিক্স রাউন্ডে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে, সেই সাথে প্রথম
পর্বের অর্জিত পয়েন্ট ও রানরেট বহাল থাকবে। সুপার সিক্সের প্রতি গ্রুপ থেকে
সেরা দুটি দল সেমি-ফাইনাল খেলবে।
টুর্নামেন্টে বাংলাদেশ সহ মোট ১১টি দল সয়ংক্রিয়ভাবে নির্বাচিত হয়েছে। বাকি ৫টি
দলকে আইসিসির বিভিন্ন অঞ্চল থেকে বাছাইপর্ব খেলে কোয়ালিফাই করতে হয়েছে। বিভিন্ন অঞ্চল
থেকে বাছাই করা দলগুলো হলো; নিউজিল্যান্ড, স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র, নামিবিয়া ও নেপাল।
সদ্যসমাপ্ত এশিয়া কাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবারের টুর্নামেন্টে অন্যতম ফেবারিট দল। শিবলী, রিজওয়ান, আরিফুল, মারুফদের সমন্বয়ে গড়া স্কোয়াডে আত্মবিশ্বাসের কোনো ঘাটতি নেই। সেইসাথে সাউথ আফ্রিকায় রয়েছে ২০২০ সালের অনুর্ধ-১৯ বিশ্বকাপ জয়ের সুখকর স্মৃতি! অস্ট্রেলিয়ান কোচ স্টুয়ার্ট লর শিষ্যরা সাউথ আফ্রিকায় দারুণ কিছু করবে দেশের ক্রিকেট অনুরাগীদের এটাই প্রত্যাশা।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড:
টুর্নামেন্টে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ১৯শে জানুয়ারি ব্লুমফন্টেইনে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে বর্তমান ও পাঁচবারের চ্যাম্পিয়ন শক্তিশালী ভারতের বিপক্ষে। ২২ ও ২৬শে জানুয়ারি একই মাঠে বাংলাদেশ যথাক্রমে খেলবে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
সদ্যসমাপ্ত এশিয়া কাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবারের টুর্নামেন্টে অন্যতম ফেবারিট দল। শিবলী, রিজওয়ান, আরিফুল, মারুফদের সমন্বয়ে গড়া স্কোয়াডে আত্মবিশ্বাসের কোনো ঘাটতি নেই। সেইসাথে সাউথ আফ্রিকায় রয়েছে ২০২০ সালের অনুর্ধ-১৯ বিশ্বকাপ জয়ের সুখকর স্মৃতি! অস্ট্রেলিয়ান কোচ স্টুয়ার্ট লর শিষ্যরা সাউথ আফ্রিকায় দারুণ কিছু করবে দেশের ক্রিকেট অনুরাগীদের এটাই প্রত্যাশা।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড:
মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আহরার আমিন (সহ-অধিনায়ক), আশিকুর রহমান শিবলি, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান,আরিফুল ইসলাম, জিসান আলম, আদিল বিন সিদ্দিক,
আশরাফুজ্জামান বরেণ্য, শেখ পারভেজ জীবন, শিহাব জেমস, ইকবাল হাসান ইমন, রোহানাত দৌল্লাহ
বর্ষণ, ওয়াসি সিদ্দিকী, মারুফ মৃধা এবং রাফি উজ্জামান রাফি।
0 মন্তব্যসমূহ