Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ওয়ানডে ক্রিকেটের যত ডাবল সেঞ্চুরি; সর্বশেষ সংযোজন পাথুম নিশাঙ্কা।

Pathum Nissanka, ODI Double Century

শ্রীলঙ্কা-আফগানিস্তান চলমান ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে ডাবল সেঞ্চুরি করেন শ্রীলঙ্কান ওপেনার ব্যাটসম্যান পাথুম নিশাঙ্কা। শুক্রবার পালকেল্লেতে তার ১৩৯ বলে ২১০ রানের ইনিংসটি ওয়ানডে ক্রিকেটের দ্বাদশ এবং শ্রীলঙ্কার পক্ষে কোন ব্যাটসম্যানের প্রথম ডাবল সেঞ্চুরি।

এতদিন শ্রীলঙ্কার পক্ষে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক ছিলেন সনাৎ জয়সুরিয়া। ২০০০ সালে শারজাতে ভারতের বিপক্ষে তিনি খেলেছিলেন ১৮৯ রানের ইনিংস। প্রায় ২৪ বছর পর রেকর্ডটি ভেঙে দিলেন ২৫ বছর বয়সী শ্রীলঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা! সনাৎ জয়জুরিয়া নিজে মাঠে থেকে উপভোগ করেছেন তার রেকর্ড ভাঙা ইনিংসটি।

নিশাঙ্কার ২১০ রানের ইনিংসে ছিল ৮টি ছয় ও ২০টি চারের মারে সাজানো। শুরু থেকে শেষ পর্যন্ত ক্রিজে থেকে তিনি এই রান সংগ্রহ করেন। মজার ব্যাপার হচ্ছে এর আগে ৫০ ইনিংসে তার ছক্কা ছিল ৯টি; এদিন এক ইনিংসেই মারলেন ৮টি!

ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরির এলিট ক্লাবে এ পর্যন্ত মোট দশজন ক্রিকেটার নাম লেখাতে পেরেছেন। প্রথম ডাবল সেঞ্চুরির মালিক ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ২০১০ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে তিনি করেছিলেন অপরাজিত ২০০ রান। টেন্ডুলকারসহ মোট ৫ জন ভারতীয় এই কীর্তি করতে পেরেছেন; রোহিত শর্মা একাই করেছেন তিনবার। শ্রীলঙ্কার বিপক্ষে তার ২৬৪ রানের ইনিংসটি ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। এছাড়াও বীরেন্দ্র শেবাগ, ঈশান কিষান ও শুভমান গিলও ডাবল সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছেন।

বাকি ৫টি ডাবল সেঞ্চুরির ইনিংসের মালিক নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, পাকিস্তানের ফকর জামান ও অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। এর মধ্যে ক্রিস গেইল, মার্টিন গাপটিল ও গ্লেন ম্যাক্সওয়েল বিশ্বকাপের ম্যাচে তাদের ইনিংসগুলো খেলেছেন।

পুরুষদের পাশাপাশি মেয়েদের ইন্টারন্যাশনাল ক্রিকেটেও দুজন ক্রিকেটার ডাবল সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছেন। শচীন টেন্ডুলকারের আগে অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্ক ১৯৯৭ সালে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে ডেনমার্কের বিপক্ষে ১৫৫ বলে ২২৯ রান করে সর্বপ্রথম এই কীর্তি গড়েন। এরপর ২০১৮ সালে নিউজিল্যান্ডের এমিলিয়া কার আয়ারল্যান্ডের সাথে ২৩২ রানের ইনিংসটি খেলে মেয়েদের ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটি নিজের করে নেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ