Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

শ্রীলঙ্কা সিরিজের জন্য বাংলাদেশের টি২০ এবং ওয়ানডে স্কোয়াড ঘোষনা; দলে নেই সাকিব-তামিম কেউই!


বিপিএলের দশম আসর শেষ হওয়ার সাথে সাথেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ১লা মার্চ বিপিএল ফাইনালের দিনই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ইতিমধ্যে বিসিবি ওয়ানডে ও টি২০ সিরিজের জন্য পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষনা করেছে।

সিরিজে সাকিবের অনুপস্থিতিতে তিন ফরম্যাটেই বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবে নাজমুল হোসেন শান্ত। ইয়াংদের মধ্য থেকে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করার পরিকল্পনার অংশ হিসেবে অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর নাম আগেই ঘোষনা করেছিলো ক্রিকেট বোর্ড। শান্ত নিজেও অধিনায়কের দায়িত্ব নিতে আত্মবিশ্বাসী। ইতিমধ্যে নিউজিল্যান্ডের সাথে শেষ হোম এন্ড অ্যাওয়ে উভয় সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়ে প্রশংসা কুড়িয়েছেন শান্ত।

শ্রীলঙ্কা সিরিজে টি২০ ও ওয়ানডে কোনো ফরম্যাটেই স্কোয়াডে নেই সাকিব আল হাসান। সিরিজে কেন সাকিব নেই সেই ব্যাখ্যায় বাংলাদেশ দলের অন্যতম নির্বাচক আব্দুর রাজ্জাক সংবাদ সম্মেলনে বলেন, মূলত সাকিবের চোখের ইনজুরির কারণেই তাকে স্কোয়াডে রাখা হয়নি। তবে সাকিব এই সিরিজে ছুটি চেয়েছিলেন কিনা সে ব্যাপারে আব্দুর রাজ্জাক স্পষ্ট করে কিছু বলেননি।

তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন আরো দীর্ঘায়িত হতে পারে। শ্রীলঙ্কা সিরিজে কোন ফরম্যাটেই স্কোয়াডে নেই তিনি। বিপিএলে নিয়মিত ম্যাচ খেললেও শ্রীলঙ্কা সিরিজে তামিম কেন নেই সেই উত্তর পেতে আরো অপেক্ষা করতে হবে। বোর্ডের সাথে তামিমের আলোচনা ও তামিমের ব্যক্তিগত ইচ্ছার উপরই নির্ভর করছে তামিম আদৌ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিনা! গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের সাথে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে অনুপস্থিত তামিম ইকবাল।

সাকিব-তামিম না থাকলেও দলে রয়েছেন অভিজ্ঞ মুসফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ। আন্তর্জাতিক টি২০ ক্রিকেট থেকে অবসর নেয়া মুসফিকুর রহিম আছেন ওয়ানডে স্কোয়াডে। অন্যদিকে দুই সংস্করণেই স্কোয়াডে আছেন মাহমুদুল্লাহ। প্রায় দেড় বছর পর টি২০ স্কোয়াডে ফিরেছেন মাহমুদুল্লাহ। দুই ফরম্যাটেই স্কোয়াডে আছেন সৌম্য সরকার।

টি২০ স্কোয়াডে চমক বলতে আলিস আল ইসলাম। এবারের বিপিএলে ভালো পারফর্মেন্স করা রহস্য স্পিনার  খ্যাত এই অফস্পিনারের অভিষেক হতে পারে এই সিরিজে। এছাড়াও দলে অন্তর্ভুক্ত হয়েছেন তাসকিন আহমেদ, নাঈম শেখ, রিসাদ হোসেন ও এনামুল হক বিজয়। নিউজিল্যান্ড সিরিজের টি২০ স্কোয়াড থেকে বাদ পড়েছেন তানভীর হোসেন, হাসান মাহমুদ, রনি তালুকদার, মিরাজ হোসেন, রকিবুল হাসান ও আফিফ হোসেন।

ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন রিসাদ হোসেন, তাসকিন আহমেদ এবং তাইজুল ইসলাম। বাদ পরেছেন আফিফ হোসেন, রনি তালুকদার এবং হাসান মাহমুদ।

টি২০ সিরিজের ম্যাচগুলো আগামী ৪, ৬ এবং ৯ই মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং ১৩, ১৫ ও ১৮ই মার্চ চট্টগ্রাম চৌধুরী জহুর আহমেদ স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। উল্লেখ্য; মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এই সিরিজের কোন ম্যাচ অনুষ্ঠিত হবে না।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি২০ স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, আনামুল হক বিজয়, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়,মাহমুদউল্লাহ, নাঈম শেখ, শেখ মেহেদী হাসান, তাইজুল ইসলাম,  রিশাদ হোসেন, আলিস আল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, আনামুল হক বিজয়, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, তানজিদ হাসান তামিম,  মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়,  মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ