Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

এশিয়া কাপ ২০২৫: সময়সূচি, ভেন্যু ও বাংলাদেশের ম্যাচ

এশিয়া কাপ ২০২৫

এশিয়া কাপের ১৭তম আসরের ভেন্যু ও ম্যাচের সময়সূচি চূড়ান্ত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগামী ৯ই সেপ্টেম্বর থেকে ২৮শে সেপ্টেম্বর পর্যন্ত মোট ৮টি দলের অংশগ্রহণে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টটি!

ভারত এবারের এশিয়া কাপের আয়োজক দেশ হলেও টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে। শুরুতে এশিয়া কাপের আয়োজন নিয়ে কিছুটা অস্পষ্টতা ও জল্পনা-কল্পনা ছিল। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এসিসির বার্ষিক সভায়ও এশিয়া কাপের ব্যাপারে চূড়ান্ত কোনো ঘোষণা পাওয়া যায়নি। তবে গত ২৬শে জুলাই এসিসির সভাপতি মহসিন নাকভি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে  টুর্নামেন্টের দিনক্ষণ এবং ম্যাচের চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে।

অংশগ্রহণকারী দল ও টুর্নামেন্টের ফরম্যাট:

এশিয়ার পূর্ণ পাঁচ সদস্য দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান এবং বাছাইপর্ব খেলে যোগ্যতা অর্জন করা তিনটি দেশ সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং মোট ৮টি দল এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। আগামী বছর টি২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের আসরটি টি২০ ফরম্যাটে আয়োজনের সিধ্যান্ত নেয়া হয়েছে। 

৮টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে প্রথম পর্বে একে অপরকে মোকাবেলা করবে। গ্রপ এ-তে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান এবং গ্রুপ বি-তে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে একে অপরের সাথে ম্যাচ খেলবে। প্রত্যেক গ্রুপের সেরা দুটি দল সুপার ফোর রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পাবে। সুপার ফোরে একে অপরের সাথে ম্যাচ খেলার পর পয়েন্ট তালিকার সেরা দুই দল ফাইনালে মুখোমুখি হবে। 

এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচের সময়সূচি:

৯ই সেপ্টেম্বর আফগানিস্তান-হংকংয়ের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠলেও বাংলাদেশ তাদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচটি খেলবে হংকংয়ের সাথে ১১ই সেপ্টেম্বর। এরপর ১৩ই সেপ্টেম্বর শ্রীলঙ্কার সাথে দ্বিতীয় ম্যাচ এবং ১৬ই সেপ্টেম্বর আফগানিস্তানের সাথে তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে টাইগাররা। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। 

এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ম্যাচ কবে?

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অন্যরকম উত্তেজনা! রাজনৈতিক কারণে দুই দেশের মধ্য দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকলেও আইসিসির টুর্নামেন্ট ও এশিয়া কাপে দুই দলের ম্যাচ ঘিরে থাকে অন্যরকম উন্মাদনা। এবার আসরে দুই দল একই গ্রুপে থাকায় তাদের মধ্য সর্বোচ্চ তিনবার দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে! গ্রুপ পর্বে ১৪ই সেপ্টেম্বর  দুইদল প্রথম মুখোমুখি হবে। গ্রুপ পর্বে কোয়ালিফাই করলে সুপার ফোরে আবারও দুই দলের দেখা হবে এবং যদি দুইদল ফাইনালে উঠে তাহলে ২৮শে সেপ্টেম্বর প্রথমবারের মত অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান এশিয়া কাপ ফাইনাল!

ভারত এবারের আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তারা গতবারের আসর সহ  মোট ৮ বারের চ্যাম্পিয়ন। শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়েছে ৬ বার আর পাকিস্তান ২ বার। বাংলাদেশ তিনটি আসরে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলেও এখনো এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে পারেনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ