প্রথম ম্যাচে ৮ উইকেটের জয়ের পর গতকাল উত্তেজনাপূর্ণ দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের সাথে প্রথমবার টি২০ সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। মিরপুরে বিগত কয়েক বছরে শক্তিশালী অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের সাথে টি২০ সিরিজ জয়ের পর এবার এই তালিকায় যুক্ত হলো পাকিস্তানও! বাংলাদেশ আবারও প্রমাণ করলো—মিরপুরে তারাই সেরা!
কিছুদিন আগেই শ্রীলঙ্কার সাথে টি২০ সিরিজ জিতে এসেছে বাংলাদেশ। পাকিস্তানের সাথে প্রথম ম্যাচে সহজ জয়ের পর সিরিজ জয়ের ব্যাপারে দল ছিল খুবই আত্মবিশ্বাসী। কিন্তু টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। পাওয়ার প্লেতে ২৮ রানে টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়ে বড় রানের স্বপ্ন ফিকে হয়ে আসে। তবে পঞ্চম উইকেট জুটিতে জাকের আলী ও শেখ মেহেদী দলের প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন; যোগ করেন মূল্যবান ৫৩ রান। শেখ মেহেদী ২ ছক্কা ও ২ চারে ২৫ বলে ৩৩ রানের কার্যকরী ইনিংস খেলে আউট হওয়ার পর ক্রিজের এক প্রান্ত একাই আগলে রেখেছেন জাকের আলী। অপর প্রান্ত থেকে নিয়মিত উইকেট পড়লেও শেষ পর্যন্ত ক্রিজে থেকে ৪৮ বলে ৫৫ রানের মহামূল্যবান ইনিংস খেলে দলকে ১৩৩ রানের মোটামুটি একটি চ্যালেঞ্জিং স্কোর এনে দেন তিনি; ইনিংসে চার মেরেছেন ১টি আর ছক্কা ৫টি।
১৩৪ রানের ছোট লক্ষ্য তাড়ায় পাকিস্তানের সিরিজে সমতা আনার সম্ভাবনা শুরুতেই ধূলিসাৎ করে দেন বাংলাদেশের পেসাররা। অসাধারণ বোলিং ও ফিল্ডিংয়ে ৫ ওভারের মধ্যেই মাত্র ১৫ রানে ৫ উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দেয় টাইগাররা। তখন মনে হচ্ছিল পাকিস্তান বুঝি তাদের সর্বনিম্ন টি২০ স্কোর গড়তে চলেছে। তবে ৮ম উইকেটে ফাহিম আশরাফ আব্বাস আফ্রিদির সাথে এবং ৯ম উইকেটে আহমেদ ড্যানিয়েলের সাথে জুটি গড়ে খেলাকে আবার জীবন্ত করে তোলে। দুই প্রান্ত থেকেই চার-ছক্কা আসতে থাকে। বাংলাদেশ কিছু সহজ ক্যাচ মিস করে, আর রিশাদ হোসেন শেষ দুই ওভারে খরচ করে ফেলেন ২৮ রান। তবে ইনিংসের ১৯তম ওভারের শেষ বলে ৩২ বলে ৫১ রান করা ফাহিম আশরাফকে বোল্ড করে বাংলাদেশকে আবার ম্যাচে ফেরান রিশাদ।
0 মন্তব্যসমূহ