Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

অনূর্ধ-১৯ এশিয়া কাপ ২০২৪; প্রথমবারের মত চ্যাম্পিয়ন বাংলাদেশ!

U-19 Asia Cup 2023

সকালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের দশম আসরে চমৎকার ব্যাটিং-বোলিং নৈপুণ্য দেখিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুবারা। ফাইনালে প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে প্রথমবারের মত এশিয়ার শ্রেষ্ঠত্ব দখল করে নেয় ইয়াং টাইগার্সরা। 
 
টসে জিতে বাংলাদেশ দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় সংযুক্ত আরব আমিরাত। দলীয় ১৪ রানে প্রথম উইকেটের পতন হলেও ম্যাচ সেরা ও টুর্নামেন্ট সেরা শিবলী ও রিজওয়ানের সতর্ক ও ধীরস্থির ব্যাটিংয়ে দ্বিতীয় উইকেট জুটিতে তারা দুজন সংগ্রহ করেন ১২৫ রান। ব্যক্তিগত ৬০ রানে রিজওয়ান আউট হলে শিবলীকে উপযুক্ত সঙ্গ দেন আরিফুল ইসলাম। আউট হওয়ার পূর্বে ৪০ বলে ৫০ রানের কার্যকরী ইনিংস খেলে যান আরিফুল। এক প্রান্ত আগলে রেখে ১৪৯ বলে ১২টি চার ও ১ ছয়ে শিবলী করেন ১২৯ রান। শেষ দিকে রাব্বির ১১ বলে ২১ রানের ক্যামিও ইনিংসের সুবাদে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ায় ২৮২ রান।

প্রথমবার ফাইনাল খেলা স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত শুরু থেকেই বাংলাদেশের বোলিংয়ের সামনে অসহায় হয়ে পরে। দলীয় ১২ রানে আঘাত হানে পুরো টুর্নামেন্টে চমৎকার বোলিং করা মারুফ মৃধা। এরপর একের পর এক উইকেট পড়তে থাকে স্বাগতিকদের। বাংলাদেশের বোলিংয়ের তোপে কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত ২৪ ওভার ৫ বলে সব উইকেট হারিয়ে ৮৭ রান করতে সক্ষম হয় আরব আমিরাত। বাংলাদেশের পক্ষে মারুফ ও বর্ষণ ৩টি করে এবং ইমন ও জীবন ২টি করে উইকেট দখল করে।

সেমি ফাইনালে বাংলাদেশ ৮ বারের চ্যাম্পিয়ন শক্তিশালী ভারতকে ৪ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল। অপর দিকে আরব আমিরাত সেমিতে হারিয়েছিল পাকিস্তানকে। অনেকেই প্রত্যাশা করেছিল ফাইনাল খেলবে ভারত-পাকিস্তান! বাংলাদেশের জন্য এটা ছিল দ্বিতীয় ফাইনাল। এর আগে ২০১৯ সালে শ্রীলংকায় অনুষ্ঠিত ৮ম আসরে বাংলাদেশ ভারতের কাছে ৫ রানে হেরে রানার্সআপ হয়েছিল।

২০২০ সালে বিশ্বকাপের স্বাদ পাওয়া যুবারা এবার এশিয়ার চ্যাম্পিয়ন! এই জয় নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় একটি অর্জন।
মেয়েরাও ২০১৮ সালে ভারতকে হারিয়ে এশিয়ার সেরা হওয়ার গৌরব অর্জন করেছিল। বাংলাদেশ জাতীয় পুরুষ দল তিনবার ফাইনাল খেলেও এশিয়া কাপ ট্রফিটি ঘরে আনতে পারেনি; দুর্ভাগ্যই বলা যায়! তরুনদের এশিয়া কাপ জয় আগামী বছর জানুয়ারীতে অনূর্ধ-১৯ বিশ্বকাপে তাদের অবশ্যই বাড়তি অনুপ্রেরনা দিবে।
আরও পড়ুনঃ

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ