Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

বিপিএল ২০২৪; প্লে অফের চার দলের নাম এবং ফিক্সচার।

বিপিএল প্লে-অফ ২০২৪

কিছুটা পরিবর্তিত সূচিতে আগামী ২৬শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিপিএল দশম আসরের প্লে অফ রাউন্ড। পূর্ব নির্ধারিত সূচিতে ২৫ শে ফেব্রুয়ারি থেকে প্লে অফ ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। ইতিমধ্যে ডাবল রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে ৪২ ম্যাচের গ্রুপ পর্ব শেষে প্লে অফের চারটি দল নির্ধারিত হয়ে গেছে।

প্লে অফ নিশ্চিত হওয়া দলসমূহ:
এবারের আসরে সবচেয়ে বাজে পারফরমেন্স করা দল দুর্দান্ত ঢাকা ১২ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়ে সবার আগে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। প্লে অফ কোয়ালিফাই করতে না পারা বাকি দুই দল খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স। ১২ ম্যাচ শেষে উভয় দলের সংগ্রহ ১০ পয়েন্ট।

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্স ১৮ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে। প্লে অফের দ্বিতীয় দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সংগ্রহ ১৪ পয়েন্ট। প্রথম এলিমিনেটর ম্যাচের দুই দল চট্টগ্রাম চ্যালেন্জার্স ও ফরচুন বরিশাল; উভয়ের সংগ্রহ ১২ পয়েন্ট।

প্লে অফ ম্যাচের সময়সূচি:
ঢাকা-সিলেট-ঢাকা-চট্টগ্রাম হয়ে বিপিএল আবার ঢাকায় ফিরে এসেছে। ফাইনাল সহ প্লে অফের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুরে। ২৬শে ফেব্রুয়ারি দুপুর ১:৩০টায় এলিমিনেটর ম্যাচে লড়াই করবে তিনবারের রানার্স আপ বরিশাল ও একবারের রানার্স আপ চট্টগ্রাম। এই ম্যাচের হেরে যাওয়া দল টুর্নামেন্ট থেকে বিদায় নিবে। বিজয়ী দলের সুযোগ থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলে ফাইনালে যাওয়ার।

দিনের অপর ম্যাচে সন্ধ্যা ৬:৩০ টায় মুখোমুখি হবে বর্তমান ও চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা এবং ২০১৫ সালের চ্যাম্পিয়ন রংপুর। এই ম্যাচের বিজয়ী দল সরাসরি ফাইনালে চলে যাবে। হেরে যাওয়া দলকে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। ২৬শে ফেব্রুয়ারি কোনো কারণে ম্যাচ অনুষ্ঠিত না হতে পারলে পরের দিন ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৭শে ফেব্রুয়ারি রিজার্ভ ডে রাখা হয়েছে।

প্রথম কোয়ালিফায়ার ম্যাচে হেরে যাওয়া দল এবং এলিমিনেটর ম্যাচের বিজয়ী দল ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ তারিখ সন্ধ্যা ৬:৩০টায়। একদিন বিরতির পর মার্চের ১ তারিখ সন্ধ্যা ৭:০০টায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

গ্রুপ রাউন্ড শেষে রেকর্ডসমূহ:
সর্বোচ্চ দলীয় রান:
২৩৯, কুমিল্লা
সর্বাধিক ব্যক্তিগত রান:
৩৯১, তামিম ইকবাল (বরিশাল)
এক ইনিংসে সর্বোচ্চ ব্যাক্তিগত রান:
১১৬, তানজিদ তামিম (চট্টগ্রাম)
সবচেয়ে বেশি উইকেট:
২২, শরিফুল ইসলাম (ঢাকা)
সেরা বোলিং ফিগার:
৫/১২, আবু হায়দার রনি (রংপুর)
সবচেয়ে বেশি ছক্কা:
২০টি, তানজিদ হাসান (চট্টগ্রাম), তৌহিদ রিদয় (কুমিল্লা)
সেঞ্চুরি:
৩টি, উইল জ্যাকস(কুমিল্লা), তৌহিদ রিদয় (কুমিল্লা), তানজিদ তামিম (চট্টগ্রাম)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ