স্টাইলিশ ওপেনারখ্যাত লিটন দাসকে বাদ দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে নির্বাচক প্যানেল। নতুন দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু লিটনের বাদ পরার ব্যাখ্যায় সরাসরি বলেছেন; পারফরমেন্সের কারণেই লিটনকে বাদ দেয়া হয়েছে। তিনি আরো বলেন এখন থেকে দল ঘোষণার সময় প্লেয়াররা কি কি কারণে দলে সুযোগ পাচ্ছেন এবং কি কারণে দল থেকে বাদ পড়ছেন তার বিস্তারিত ব্যাখ্যা দেয়া হবে।
প্রথম দুই ওয়ানডেতে ০ রানে আউট হয়ে মিডিয়া আর ভক্ত-সমর্থকদের সমালোচনার কেন্দ্রবিন্দু লিটনের দাসের ফর্মটা ভালো যাচ্ছে না বেশ কিছুদিন ধরেই। গত ডিসেম্বরে ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে হাফ সেঞ্চুরি করার পর থেকে কোন ফরম্যাটেই হাসেনি তার ব্যাট। শেষ ১৪ ইনিংসে দেখা মেলেনি কোনো অর্ধ শতকের! শ্রীলঙ্কার সাথে সদ্য সমাপ্ত টি২০ সিরিজের ৩ ম্যাচে তার রান যথাক্রমে ০, ৩৬, ৭। এরকম পারফরমেন্স করা কোন ব্যাটসম্যানকে সিরিজ নির্ধারণী ম্যাচে সুযোগ দেয়ার পরিবর্তে নির্বাচকরা নতুন কারো উপর ভরসা রাখতে চেয়েছে।
লিটন দাসের পরিবর্তে দলে সুযোগ দেয়া হয়েছে ২৬ বছর বয়সী মিডল অর্ডার ডানহাতি ব্যাটসম্যান জাকের আলি অনিককে। ফার্স্ট ক্লাস এবং লিস্ট এ ক্রিকেটে ভালো পারফরমেন্স করা জাকের আলির বাংলাদেশের হয়ে টি২০ অভিষেক হলেও ওয়ানডেতে এখনো সুযোগ হয়নি। সদ্য সমাপ্ত বিপিএল এবং শ্রীলঙ্কা সিরিজের প্রথম টি২০ ম্যাচে ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে নতুন করে আলোচনায় আসেন এই হার্ড হিটার ব্যাটসম্যান। চাপের মুখে খেলেছিলেন ৩৪ বলে ৬৮ রানের ঝলমলে ইনিংস। ৬ ছক্কা আর ৪ চারে সাজানো তার ইনিংসের কারণেই শ্রীলঙ্কার দেয়া ২০৬ রানের লক্ষ্যটাও প্রায় ছুঁয়ে ফেলেছিলেন। তার আউটের পর শেষ পর্যন্ত ৩ রানে ম্যাচ হারতে হয় বাংলাদেশকে।
স্কোয়াডে অনেকগুলো ওপেনার থাকায় লিটনের বদলে নতুন করে আর কোনো ওপেনার না নিয়ে মিডল অর্ডারের শক্তি বাড়ানোর চিন্তা থেকেই জাকের আলিকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। ম্যাচের কন্ডিশন বিবেচনায় শেষ ম্যাচে অভিষেক হয়ে যেতে পারে এই মিডল অর্ডার ব্যাটসম্যানের।
দিবা-রাত্রির প্রথম দুই ম্যাচে শিশির ভেজা মাঠের একটা সমস্যা ছিল। পরে ফিল্ডিং করা দলকে ভুগতে হয়েছে বলের গ্রিপ করানো নিয়ে। দুই ম্যাচের রেজাল্ট গেছে টস জেতা দলের পক্ষে। শেষ ম্যাচটি যেহেতু দিনের বেলায় হবে শিশির নিয়ে কোন সমস্যা আর নেই। চট্টগ্রামের ব্যাটিং স্বর্গে যে দল ভালো ব্যাটিং করবে সিরিজ জেতার সম্ভাবনা তাদেরই বেশি থাকবে। বাংলাদেশের চিন্তার জায়গা হতে পারে স্পিন বোলিং। এই সিরিজে পেসাররা ভাল করলেও স্পিনাররা দলের জন্য তেমন কোন অবদান রাখতে পারেনি।
শেষ ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের দল; এ ব্যাপারে টিম ম্যানেজমেন্ট থেকে অফিসিয়ালি কিছু বলা হয় নি। প্র্যাকটিসের সময় আঘাত পেয়ে দল থেকে ছিটকে গেছেন তানজিম হাসান সাকিব। তার অনুপস্থিতিতে আবার দলে ফিরতে পারে মুস্তাফিজুর রহমান। ওপেনিংয়ে সৌম্যর সঙ্গী হতে পারেন এনামুল হক বিজয়। লোয়ার মিডল অর্ডারে সুযোগ পেতে পারেন জাকের আলি। মেহেদী মিরাজের সাথে স্পিন এ্যাটাকে রিশাদ হোসেনকে খেলানোর পরিকল্পনাও থাকতে পারে টীম ম্যানেজমেন্টের।
শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলের স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।
0 মন্তব্যসমূহ