বিপিএলের ব্যস্ততা শেষ হতে না হতেই আন্তর্জাতিক সূচির ব্যস্ততা শুরু হয়ে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। বিপিএল ফাইনালের দিনই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে সফরকারীরা বাংলাদেশকে ৩ রানে হারিয়ে সিরিজে শুভ সূচনা করেছে।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৬ রানের বিশাল পাহাড় গড়ে তোলে শ্রীলঙ্কা। ৩৭ রানে ২ উইকেট পরার পর কুশল মেন্ডিস ৩৬ বলে ৫৯ এবং সাদিরা সামারাউইকরামা ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলে দলকে একটা ভাল অবস্থানে নিয়ে যান। ইনিংসের শেষ দিকে অধিনায়ক চারিথ আসালাঙ্কার ৬টি ছক্কার সাহায্যে ২১ বলে ৪৪ রানের ইনিংসের সুবাদে স্কোরবোর্ডে দুইশর বেশি রান জমা করতে সমর্থ হয় শ্রীলঙ্কা।
টি-২০ ক্রিকেটে দুইশ রানের টার্গেট তাড়া করে জেতা খুব সহজ না। বাংলাদেশ এর আগে দুইশ রান তাড়া করে জিতেছে মাত্র একবারই; সেটাও শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কার মাটিতে ২০১৮ সালে! তবে সিলেটের ব্যাটিং বান্ধব উইকেট ও ছোট বাউন্ডারিতে খেলার আগেই হেরে যাওয়ার কোন মানে নেই। আর ইদানীং সময়ে বাংলাদেশের প্রিয় প্রতিপক্ষ শ্রীলঙ্কা! বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই টানটান উত্তেজনা, ভরপুর প্রতিদ্বন্দ্বিতা!
বড় রানের টার্গেটে বাংলাদেশের টপ অর্ডার ব্যর্থ হয় নিজেদের স্বাভাবিক খেলা খেলতে। তাড়াহুড়ো করতে গিয়ে আউট হন লিটন দাস, সৌম্য সরকার ও তৌহিদ হৃদয়। তিনজনের সংগ্রহ যথাক্রমে ০, ১২ ও ৮ রান। অধিনায়ক শান্ত ধীরগতিতে খেলার চেষ্টা করলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন। ২২ বলে ২০ রান করে আউট হয়ে যান তিনি। ৯ ওভারে ৬৮ রানে ৪ উইকেট পরে যাওয়ার পরও দলকে জয়ের কাছাকাছি নিয়ে যাওয়ার কাজটা করেন প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ফেরা মাহমুদুল্লাহ ও অফস্পিনার আলিস আল ইসলামের ইনজুরির কারণে স্কোয়াডে সুযোগ পাওয়া জাকের আলি।
মাহমুদুল্লাহ শ্রীলঙ্কার বোলারদের কোন রকম সমীহ না করে আগ্রাসী ভঙ্গিতে ব্যাটিং করতে থাকেন। একবার জীবন পেয়ে ২ চার ও ৪ ছক্কায় ৩১ বলে ৫৪ রান করে মৃত ম্যাচকে জীবিত করে তোলেন। মাহমুদুল্লাহ আউট হওয়ার পর শুরু হয় জাকের আলির চমক! মাত্র ৩৪ বলে ৬৮ রানের ইনিংস খেলে শ্রীলঙ্কার বুকে কাঁপন ধরিয়ে দেয়া জাকের আলি মারেন ৬টি ছক্কা ও ৪টি চার। শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ১২ রান। কিন্তু ওভারের তৃতীয় বলে জাকের আলি লং অনে ছয় মারতে গিয়ে আউট হয়ে যাওয়ার সাথে সাথে বাংলাদেশের জয়ের স্বপ্নও শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ৩ রানে ম্যাচ হেরে যায় বাংলাদেশ।
গতকালের ম্যাচে জয় পরাজয়ের হিসেব ছাড়িয়ে যে বিষয়টা উঠে এসেছে তা হলো; মাহমুদুল্লার অসাধারণ প্রত্যাবর্তন এবং ভবিষ্যতের সম্ভাব্য ফিনিশার জাকের আলির উত্থান! প্রায় দেড় বছর পর ইন্টারন্যাশনাল টি-২০ ক্রিকেটে ফিরে নিজের জাতটা আরো একবার ভাল করে চেনালেন মাহমুদুল্লাহ! টি-২০ ক্রিকেটে অকার্যকর বিবেচনায় এবং নতুনদের সুযোগ দেবার অজুহাতে এতদিন তাকে স্কোয়াডের বাইরে রাখার জবাবটা তিনি ব্যাট হাতেই দিয়ে দিলেন! দলকে এখনো অনেক কিছু দেবার সামর্থ্য তার আছে সেটাই কাল প্রমাণ করলেন।
অপরদিকে সদ্য সমাপ্ত বিপিএলে মিডল অর্ডারে ভালো ব্যাটিং করা জাকের আলি আলিস ইসলামের পরিবর্তে দলে ঢুকে অভিষেকেই নিজের সামর্থ্য প্রমাণ করলেন। যদিও গত বছর এশিয়ান গেমসে তিনি স্কোয়াডে ছিলেন কিন্তু মূল দলের সাথে এটাই তার প্রথম ম্যাচ। নিয়মিত সুযোগ পেলে বাংলাদেশ দলের একজন নির্ভরযোগ্য মিডল অর্ডার ও ফিনিশার হয়ে উঠার সম্ভাবনার কথা জানান দিয়ে রাখলেন ২৬ বছর বয়সী এই প্রতিভাবান ক্রিকেটার।
0 মন্তব্যসমূহ