কাল প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে তাওহীদ হৃদয় সর্বোচ্চ ৫৭ রান করেন। ২ ছক্কা ও ৩ চারে ৩৮ বলে তিনি এই রান সংগ্রহ করেন। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান করেন জাকের আলী। ৩৪ বলের ইনিংসে তিনিও ২টি ছক্কা ও ৩টি চারের মার মারেন। এছাড়া তানজিদ তামিম ২১ ও লিটন দাস ১২ রান সংগ্রহ করেন। জিম্বাবুয়ের পক্ষে মুজারাবানি সর্বোচ্চ ৩ উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট পড়তে থাকে জিম্বাবুয়ের। তবে নবম উইকেট জুটিতে দারুণভাবে ম্যাচে ফিরে আসে তারা। ওয়েলিংটন মাসাকাদজা এবং ফারাজ আকরাম মিলে ৩০ বলে ৫৪ রান তুলে ফেলার পর একসময় পরাজয়ের শংকায় পড়েছিল বাংলাদেশ। তবে লক্ষ্য ছুতে ব্যর্থ হয় জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত ৯ রানে ম্যাচ জিতে বাংলাদেশ। জিম্বাবুয়ের পক্ষে আকরাম ৩৪, মারুমানি ৩১ ও ক্যাম্পবেল ২১ রান সংগ্রহ করেন। বাংলাদেশের পক্ষে মোহাম্মদ সাইফুদ্দিন ৩ উইকেট ও রিশাদ হোসেন ২ উইকেট সংগ্রহ করেন। তাসকিন ও তানভীর ১টি করে উইকেট নিলেও নিয়ন্ত্রিত বোলিং করে জিম্বাবুয়ের রানের চাকাকে আটকে রাখেন। তাসকিন চার ওভারে মাত্র ২১ রান এবং তানভীর চার ওভারে মাত্র ২৬ রান দিয়েছেন। তাওহিদ হৃদয় ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পেয়েছেন।
লিটন দাস ও নাজমুল হাসান শান্তর ব্যাটিং ব্যর্থতা:
সিরিজ জিতলেও ব্যাটিং ব্যর্থতা থেকে বেরুতে পারছে না লিটন দাশ ও দলের অধিনায়ক শান্ত। অনেকদিন ধরে অফ ফর্মে থাকা লিটন দাস নিজেকে খুঁজে পাচ্ছে না কিছুতেই। তার ব্যাটিং এ্যাপ্রোচ দৃষ্টিকটু; আউট হচ্ছেন বাজে ভাবে! তিন ম্যাচে তার সংগ্রহ যথাক্রমে ১, ২৩ ও ১২ রান। অপরদিকে অধিনায়ক শান্তর ব্যাটিংটা ঠিক টি২০ ধাঁচের হচ্ছে না। খেলছেন ধীরগতিতে, স্ট্রাইকরেট খুবই কম, ইনিংসও বড় করতে পারছেন না। তিন ম্যাচে অধিনায়কের অবদান ২১, ১৬ ও ৬ রান। টি২০ বিশ্বকাপের আগে দেশের সেরা দুই ব্যাটসম্যানের ব্যাটে রান খরা চিন্তার বিষয় হয়ে দাড়িয়েছে!
ঢাকায় শেষ দুটি ম্যাচের জন্য আজ নতুন করে দল ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াডে ফিরেছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। স্কোয়াড থেকে বাদ পড়েছেন পারভেজ হোসেন, আফিফ হোসেন ও শরিফুল ইসলাম।
শেষ দুই ম্যাচে বাংলাদেশের স্কোয়াড :
নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদি হাসান, রিশাদ হোসেন, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান।
0 মন্তব্যসমূহ